Friday, February 21, 2020

হটাৎ যেন মনে হলো

হটাৎ যেন মনে হলো , আমার পাশে তুমি 
শৌখীন কলমকারীর চাদরের তলায় শৌখিনতরো তুমি 
আধো ঘুমে আর মন উদাসের আমেজে 
মনে হলো হটাৎ সব কাঁটাতার পেরিয়ে আমার পাশে এসে শুয়েছ  তুমি 


কোলবালিশের প্রতিবন্ধক পেরিয়ে তোমার উষ্ণতা 
আসচ্ছিলো ভেসে , পাচ্ছিলাম ঘ্রাণ তোমার সুপরিচিত ঘনিষ্ঠতার 
তাও সংকোচ  লাগছিলো , পাশ ফিরে তাকিয়ে মিটিয়ে নিতে সন্দেহ 
মরীচিকা তো আজকে নয়, অনেকদিন  এর সঙ্গী আমার!!

ঠিক করলাম তাকাবোই না , থাকলে থাকবে 
মনের বিভ্রাম হোক বা অতিপ্রাকৃত নির্বন্ধ
মনের মানুষ কাছে এলে ঠেলতে নেই , কৌতুহলের বশে 
ভয় হয় - যদি লক্ষীর মতো উল্টো পায়ে যায় পালিয়ে ?

ভাঙলো যখন ঘুম আবার, চ্ছিলে না তুমি আর পাশে 
ক্ষনেকের আশকারা দিয়ে কান ধরে কাজে বসালাম মনকে আবার 

No comments: