হঠাৎ তাহার জন্যে , লিখিতে হইলো কাব্য
কাব্যের দ্বারা প্রকাশিলাম হৃদয়ের বক্তব্য
কাঁদিয়া কাঁটিয়া একাকার করে হাঁপুস নয়নে শেষে
মনের মানুষ দিলাম সঁপিয়া অজানা নিরুদ্দেশে
কেনই যে হয় বুকের ব্যামো , রসিক অন্তর্যামী !
সবি ওনার অলীক লীলা - দৈবিক বাঁদরামি !
এর চেয়ে বোধহয় বান্দর হলে থাকতো বেশি এলেম
ধিঙ্গি নেচে সেলাম ঠুকে নিতাম তাহার পেরেম
মানবজন্ম ওভাররেটেড মস্ত এক যন্ত্রণা
পরের জন্মে কুকুর হইয়ো = মোক্ষলাভের মন্ত্রণা
কাব্যের দ্বারা প্রকাশিলাম হৃদয়ের বক্তব্য
কাঁদিয়া কাঁটিয়া একাকার করে হাঁপুস নয়নে শেষে
মনের মানুষ দিলাম সঁপিয়া অজানা নিরুদ্দেশে
কেনই যে হয় বুকের ব্যামো , রসিক অন্তর্যামী !
সবি ওনার অলীক লীলা - দৈবিক বাঁদরামি !
এর চেয়ে বোধহয় বান্দর হলে থাকতো বেশি এলেম
ধিঙ্গি নেচে সেলাম ঠুকে নিতাম তাহার পেরেম
মানবজন্ম ওভাররেটেড মস্ত এক যন্ত্রণা
পরের জন্মে কুকুর হইয়ো = মোক্ষলাভের মন্ত্রণা
No comments:
Post a Comment